মোবাইল সিম কার নামে কয়টি রেজিষ্ট্রেশন সেটা বের করার পদ্ধতি How to find out sim registration by NID
NID দিয়ে মোবাইল এর সিমের নাম্বার বের করার পদ্ধতি
বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিমের রেজিষ্ট্রেশন বা নিবন্ধন করতে হয়।নিবন্ধন ছাড়া কোন অপারেটরের সিম কাজ করে না। তাই সিম কিনতে হলে জাতীয় পরিচয় পত্র বা NID প্রয়োজন।
আমরা আমাদের বড় ভাই/বোন/বাবা/মা/নিকটাত্মীয় এর NID দিয়ে সিম রেজিষ্ট্রেশন করে নিয়ে তারপর চালাতে হয়। কিছুদিন গেলে আমরা ভুলে যাই কার আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করা। কিন্তু বিভিন্ন কাজে দরকার হয় কার নামে রেজিষ্ট্রেশন। খুব সহজেই আমরা কার নামে সিম নিবন্ধন, সেটা বের করতে পারি।
একটি NID দিয়ে কয়টি ও কার নামে রেজিষ্ট্রেশন তা বের করার উপায়
প্রথমে মোবাইলে *16001# টাইপ করে ডায়াল করতে হবে।
তারপর যারটা চেক করতে চাই,তার NID এর শেষ ৪ সংখ্যা / 4 digit টাইপ করে সেন্ড করতে হবে।
একটু পরে একটি মেসেজ আসবে। মেসেজে ঐ NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা জানা যাবে ।অপারেটর জানা যাবে।সিমের নাম্বার দেখা যাবে।
এভাবে খুব সহজেই আমরা নিবন্ধনকৃত সিম এবং কোন NID দিয়ে রেজিষ্ট্রেশন করা তা বের করতে পারি।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ
useful
ReplyDelete