নগদ এর উপবৃত্তি পোর্টালে তথ্য এন্ট্রিকরন করার উপায়
নগদ এর উপবৃত্তি পোর্টালে তথ্য লাইভ এন্ট্রির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাঃ
ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' এর সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চুক্তি সম্পাদিত হয়েছে। তারই আলোকে 'নগদ' তাদের উপবৃত্তি পোর্টাল আজ ২৮/১২/২০২০ তারিখ উম্মুক্ত করেছেন। সকল প্রধান শিক্ষকগণ তাদের নিজস্ব User ID ও Password ব্যবহার করে তথ্যসমূহ লাইভ এন্ট্রি করবেন।
লাইভ এন্ট্রির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাঃ
১. নিজ বিদ্যালয়ের Emis code কে User ID ও Password সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের মোবাইলে নগদ প্রেরণ করবে। এক্ষেত্রে Password প্রয়োজনে রিসেট করে সংরক্ষণ করতে হবে।
২. সুবিধাভোগীর মায়ের অথবা বৈধ অভিভাবকের NID নাম্বার এবং সেটা দিয়ে সিম রেজিষ্ট্রেশন আছে এরকম মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
৩. বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে ৪০% নম্বর পেতে হবে।
৪. ২০২০ সালের এপ্রিল-জুন মাসের জন্য ডাটা এন্ট্রি করা যাবে।
৫. লাইভ এন্ট্রি করার শেষ তারিখ ১০/০১/২০২১।
৬. উপবৃত্তি পোর্টালের link হলো - pesp.mynagad.com/login
৭. যেকোনো সমস্যায় কল সেন্টারের নাম্বার ০৯৬০৯৬১৬১৬৭
nice
ReplyDelete