Header Ads

Header ADS

প্রাথমিক শিক্ষার কারিকুলাম /Primary school education curriculum

   প্রাথমিক শিক্ষার কারিকুলাম 

আমাদের ৫টি মৌলিক চাহিদার অন্যতম হলো শিক্ষা। সংবিধানের ১৭(ক) ধারা অনুযায়ী শিক্ষাকে রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে।একটি দেশের উন্নয়নে ও রাষ্ট্র পরিচালনায় শিক্ষাই মূল চালিকাশক্তি। শিক্ষা ব্যতীত কোন জাতি নিজেকে সঠিকভাবে  প্রতিষ্ঠিত করতে পারেনি।তাই আমাদের দেশে ১৯৯২ সালে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করে। 

Icteducationservice


শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় শিক্ষাক্রম বা কারিকুলাম ভিত্তিক। শিক্ষাক্রম হলো শিক্ষা পরিকল্পনা যা বাস্তবায়নের জন্য বিদ্যালয় কর্তৃক পরিকল্পিত ও পরিচালিত যাবতীয় শিখন-শেখানো কার্যাবলি যা বিদ্যালয়ের ভিতরে বা বাইরে দলগত বা এককভাবে সম্পন্ন করা হয়। পাঠদানের সময় প্রাথমিক বিদ্যালয়ে ও বিভিন্ন প্রশিক্ষণের সময় আমাদের কারিকুলাম জানা জরুরি। তাই সবাই যাতে  পায় তার জন্যই আমার  এই ক্ষুদ্র প্রচেষ্টা। 



বাংলা, ইংরেজি, গণিত, বাওবি, বিজ্ঞান, ইসলাম ধর্ম,হিন্দু ধর্ম,বৌদ্ধ ধর্ম,খ্রিস্টান ধর্ম,শারীরিক শিক্ষা, সঙ্গীত এবং চারু ও কারু

বিষয়ের কারিকুলাম দেওয়া আছে । আপনারা এখান থেকে প্রয়োজন মতো ডাউনলোড করে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। 

ডাউনলোড করার জন্য নিচে  ক্লিক করুনঃ           

 ১. বাংলা কারিকুলাম। 

২. গণিত কারিকুলাম।

৩. ইংরেজি  কারিকুলাম।

৪. বাওবি কারিকুলাম।

৫. বিজ্ঞান কারিকুলাম।

৬.ইসলাম ধর্ম কারিকুলাম। 

৭.হিন্দু ধর্ম কারিকুলাম।

৮.বৌদ্ধ  ধর্ম কারিকুলাম।

৯.খ্রিষ্টান  ধর্ম কারিকুলাম।

১০.শারীরিক শিক্ষা কারিকুলাম।

১১.সঙ্গীত কারিকুলাম।

১২.চারু ও কারু কারিকুলাম।

ডাউনলোড করতে ও অন্য কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। 

আর ভালো লাগলে share করবেন যাতে অন্যরাও দেখতে পারে।

No comments

If you have any question, Please let me know.

Powered by Blogger.