Header Ads

Header ADS

বাংলাদেশ সার্ভিস রুলস,বিএসআর/Bangladesh service rules/BSR,icteducationservice

 বাংলাদেশ সার্ভিস রুলস    


  চাকরির বিধানবলি     

বি এস আর 

পার্ট ১ ও ২


  ইন্ডিয়া এক্ট ১৯৩৫ এর ধারা ২৪১ এর ক্ষমতাবলে প্রণীত সার্ভিস রুলটি ১ মে,১৯৫৩ তারিখে তৎকালীন প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রাধীন সরকারি কর্মচারীদের জন্য ইস্ট বেঙ্গল সার্ভিস রুলস ২ পার্টে (খন্ডে)  জারি করা হয়।এটি ১ মে, ১৯৫৩ জারি হলেও এর ভূতাপেক্ষিক কার্যকারিতা দেওয়া  হয় ১৫ আগস্ট, ১৯৪৭ তারিখে । পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ইস্ট পাকিস্তান সার্ভিস রুলস রাখা হয়। বাংলাদেশ সৃষ্টির পর Bangladesh (Adaptation of Existing Bangladesh laws) Order,1972 (P.O No. 48 of 1972) দ্বারা ইহা বাংলাদেশে প্রযোজ্য করে নাম পরিবর্তন পূর্বক বাংলাদেশ সার্ভিস রুলস রাখা হয়। বর্তমানে এটা বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রাধীন সকল কর্মচারীদের জন্য প্রযোজ্য। 

  

icteducationservice


   

  বাংলাদেশ সার্ভিস রুলসকে সংক্ষেপে বিএসআর বা BSR বলেসার্ভিস রুলস এর পার্ট -১ তে চাকুরির শর্তাদি এবং পার্ট-২ তে ক্ষতি পূরণ ভাতাদি ও চিকিৎসা সুবিধাদি সংক্রান্ত বিধানাবলী সন্নিবেশিত করা হয়।

    সরকারি চাকরিজীবীদের জন্য চাকরি বিধি ও ধারা জানা উচিত। নিচে কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো। এই লেখার একেবারে নিচে থেকে ডাউনলোড করে নিন।


    ☞ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯

    ☞ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা,                ১৯৮৫

    ☞ সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ,১৯৭৯

    ☞ গণ কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি)                          অধ্যাদেশ, ১৯৮২       

    ☞ গণ কর্মচারী (সাজা প্রাপ্তিতে বরখাস্ত)                              অধ্যাদেশ,১৯৮৫

    ☞ সরকারি কর্মচারী গোপন আইন, ১৯২৩

    ☞ সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত 

    ☞ গণ কর্মচারী অবসর আইন, ১৯৭৪

    ☞ সরকারি কর্মচারী অবসর বিধিমালা, ১৯৭৫

    ☞ সরকারি কর্মচারী পেনশন ও আনুতোষিক 

    ☞ সরকারি কর্মচারী পেনশন সহজীকরণ নীতিমালা 

    ☞ সরকারি কর্মচারী নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯

    ☞ সরকারি কর্মচারী  ভাতা সংক্রান্ত বিধান 

    ☞ সরকারি কর্মচারী সিলেকশন গ্রেড সংক্রান্ত বিধান

    ☞ সরকারি কর্মচারী টাইম স্কেল সংক্রান্ত বিধান 

    ☞ সরকারি চাকরি  বিনোদন ভাতা বিধিমালা, ১৯৭৯

    ☞ সরকারি কর্মচারী চলতি দায়িত্ব/অতিরিক্ত দায়িত্ব            প্রদান সংক্রান্ত নিয়মাবলি 

    ☞ ফরেন সার্ভিস 

    ☞ চুক্তিভিত্তিক নিয়োজিতদের বেতন ভাতা ও                     পেনশন সংক্রান্ত        

    ☞ আউটসোর্সিং নীতিমালা 

    ☞ বৈদেশিক প্রশিক্ষণ নীতিমালা 

    ☞ বিদেশ ভ্রমণ 

    ☞ লিয়েন

    ☞ সরকারি চাকরিতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা              নির্ধারণ (বিশেষ বিধান) নীতিমালা, ২০১১

    ☞ সরাসরি নিয়োগ পদ্ধতি ও কোটা পদ্ধতি 

    ☞ পদোন্নতি ও নিয়োগ কমিটি 

    ☞ নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী জ্যেষ্ঠতা ও                    পদোন্নতি বিধিমালা, ২০১১

    ☞ বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ,                 ১৯৮১         

    ☞ বাংলাদেশ সিভিল সার্ভিস জ্যেষ্ঠতা বিধিমালা,                   ১৯৮৩                   

    ☞ এডহক ভিত্তিক নিযুক্ত কর্মচারী নিয়মিতকরণ ও              চাকুরি গণনা ( জ্যেষ্ঠতা) বিধিমালা

    ☞ আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত 

    ☞ উন্নয়ন প্রকল্পে নিয়োগ ও রাজস্ব বাজেটে স্থানান্তর

    ☞ সাধারণ ভবিষ্য তহবিল 

    ☞ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন

 


    বিস্তারিত জানতে   Download করুনঃ

                      বিএসআর পার্ট-১

                      বিএসআর   পার্ট-২

                      BSR  English 

                      চাকরির বিধানবলী

                   


                   

  


   

1 comment:

If you have any question, Please let me know.

Powered by Blogger.