Muktopaath manual,icteducationservice
Muktopaath Usage Guide
ব্যবহার নির্দেশিকা
মুক্তপাঠ পরিচিতিঃ
মেন্যুবারঃ
মুক্তপাঠের সর্বডানে রয়েছে লোগো এবং কোর্স দেখার ব্যবস্থা সাথে আছে সার্চ বার। এর পরে আছে সকল টিউটোরিয়াল লিংক, পার্টনারশিপ, রেজিষ্ট্রেশন ও লগইন। বাংলা ও ইংরেজি ভাষা পরিবর্তনেরও সুযোগ আছে।
ব্যানারঃ
মেন্যু বারের নিচে রয়েছে মুক্তপাঠের শ্লোগান " বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্লাটফর্ম। " তার নিচে আছে "সকল কোর্স" বাটন। একেবারে নিচে আছে মোট শিক্ষার্থী, মোট কোর্স, মোট পার্টনার এবং মোট প্রশিক্ষকের সর্বশেষ পরিসংখ্যান।
ফিচার্ড কোর্সঃ
এর পরে আছে ফিচার্ড কোর্স। এডমিন যেসকল কোর্স ফিচার করেন সেগুলো এখানে দেখা যাবে।
কোর্স ক্যাটাগরিঃ
এখানে রয়েছে জনপ্রিয় কোর্স,সর্বশেষ কোর্স এবং আসন্ন কোর্স। পছন্দমত ক্যাটাগরি সিলেক্ট করলে সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কোর্সগুলো দেখা যাবে।
সকল পার্টনারঃ
মুক্তপাঠের সাথে সংশ্লিষ্ট সকল পার্টনার এর পরিচিতি এবং একইসাথে তাদের নিজ নিজ কোর্স সংখ্যা ও কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীর সংখ্যা দেখার সুযোগ রয়েছে।
সাম্প্রতিক কার্যক্রমঃ
মুক্তপাঠের সাম্প্রতিক সকল খবর এখানে রয়েছে। তাদের যাবতীয় নতুন কর্মশালা, পুরস্কার প্রদান, কর্মসূচি, নতুন পদক্ষেপের বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়ে থাকে।
ফুটারঃ
মুক্তপাঠের নিচের অংশ হচ্ছে ফুটার। এখানে রয়েছে
- মুক্তপাঠের কথা
- সাম্প্রতিক খবর
- ব্যবহার সহায়িকা
- সচারাচর জিজ্ঞাসা
- যোগাযোগ
শিক্ষার্থী হিসাবে কোর্স সম্পাদনঃ
প্রথমে শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর নির্দিষ্ট কোর্স নির্বাচন করে কোর্স এনরোল করে পরবর্তী দিকনির্দেশনা অনুযায়ী কোর্সটি সম্পন্ন করতে হয়।
পরবর্তীতে কিভাবে রেজিষ্ট্রেশন ও কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট পাওয়া যায় তা নিয়ে লিখব।
ভালো থাকবেন। আর লেখা ভালো লাগলে শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন।
No comments
If you have any question, Please let me know.