Header Ads

Header ADS

How to take class /video conference by Google meet,icteducationservice

 গুগল মিটে কিভাবে অনলাইনে ক্লাস নিতে হয় তার বিস্তারিত 

বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্যবসা,লেখাপড়াসহ বিভিন্ন কাজ পরিচালিত হচ্ছে। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য বিভিন্ন apps থাকলেও  Google meet অন্যতম।কারণ সাধারণ সব ফিচার এর পাশাপাশি বাড়তি কিছু সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা থাকায় Google meet নিজেকে অন্যদের থেকে আলাদা করে নিয়েছে।  যে কোনো আধুনিক ব্রাউজার দিয়ে অথবা মোবাইলে এপস ব্যবহার করে Google meet ব্যবহার করা যায়। 

ict education service


গুগল মিট কিঃ

গুগল মিট হচ্ছে গুগলের একটি ভিডিও কনফারেন্সিং টুল।এটি মূলত ব্যবসা ফোকাস করে তৈরি করা হয়েছে। বর্তমানে স্কুলে লেখাপড়ার কাজেও এর ব্যবহার জনপ্রিয়। অনেকে জুমকে ট্রাস্টেড মনে করেন না।তাই গুগল মিট সবার পছন্দ। 

গুগল মিট কি ফ্রিঃ

কিছু লিমিটেশন ছাড়া Google meet যে কোনো ব্যক্তি বিনামূল্যে ব্যবহার করতে পারে। সর্বোচ্চ ১০০ জন একটানা একঘন্টা মিটিং করতে পারে। অন্যদিকে G-suite ব্যবহারকারীরা একটানা ৩০০ ঘন্টা এবং সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে মিটিং করতে পারেন। 

গুগল মিট ব্যবহারের নিয়ম 

গুগল মিট ব্যবহার করা খুবই সহজ। কিছু সময় দিলে এর ফিচার গুলোর সম্পর্কে ধারণা পাওয়া যাবে।প্রথমে জিমেইল একাউন্ট দিয়ে সাইনআপ করতে হবে। এর সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। 

ব্রাউজার দিয়েঃ 

প্রথমে যে কোন ব্রাউজার open করতে হবে। তারপর সার্চ বারে meet.google.com লিখে enter দিতে হবে। 
তারপর নিচের চিত্রের মতো ইন্টারফেস দেখা যাবে।

ict education service


মোবাইল দিয়েঃ

play-store থেকে Google meet apps install করতে হবে। তারপর apps টি চালু করলে নিচের চিত্রের মতো দেখতে পাওয়া যাবে। 

ict education service

New meeting:

নতুন কোনো মিটিং শুরু  করতে এখানে ক্লিক করতে হবে। যে কেউ Host বা নিজে ক্লাস নিতে চাইলে এই option ব্যবহার করবেন। 

 Join with a code: 

অন্য কারো মিটিং এ যোগ দেওয়ার জন্য এই অপশন ব্যবহার করা হয়।যদি কেউ কাউকে ইনভাইট করে তবে যে ইনভাইটেশন কোড দেওয়া হয় সেটা এখানে টাইপ করে জয়েন হতে হয়। তারপর Join বা Ask to join এ ক্লিক করতে হবে এবং Host approve করলে মিটিং এ join করতে পারবেন।


যেভাবে লিংক create করবেন/Host হিসেবে কাজ করবেন

ict education service

 


Get a meeting link to share:  

মিটিং শুরু করার পূর্বে মিটিং এ অংশগ্রহণকারীদের লিংক জানিয়ে দেওয়া হয়।নির্দিষ্ট মিটিং এ join করার জন্য এই লিংকের সাহায্য নিতে হবে। 

ict education service



Start an instant meeting:  

 যদি কেউ তাৎক্ষনিক ভাবে মিটিং শুরু করতে চায় তাহলে এই অপশন ব্যবহার করা হয়। সাধারণত ক্লাস নিতে এই অপশনটি ব্যবহার করা হয়।


ict education service


 এখান থেকে  লিংকটি কপি করে যাদের সাথে ক্লাস বা ভিডিও কনফারেন্স করবেন তাদের কাছে  লিংকটি share করতে/পাঠাতে হবে। 


তারা কম্পিউটারে লিংকটি Enter a code or link এ paste করবেন ।আর মোবাইলে কোডটুকু যেমন লিংক meet.google.com/csd-tdka-gxr থেকে শুধু csd-tdka-gxr কোডটি টাইপ করে  join with a code এ click করে বসিয়ে দিতে হবে। তারপর join এ click করলে Host এর কাছে request যাবে।সে approve করলেই মিটিং/ক্লাস এ যোগ দেওয়া যাবে।  



Schedule in Google Calendar: 

নির্দিষ্ট দিনে ক্লাস বা মিটিং করার জন্য ছাত্র-ছাত্রীদের অথবা ক্লায়েন্টদেরকে আগাম জানিয়ে দেওয়ার জন্য এই অপশন ব্যবহার করা হয়।  

ict education service


মিটিং এ যোগ দেওয়ার পর ক্যামেরা ও মাইক্রোফোন অফ থাকে। এতে টাচ করলেই চালু হয়ে যাবে। 

 

বিশেষ লক্ষণীয় বিষয় হলোঃ


☞ মোবাইল বা কম্পিউটার এ Gmail দিয়ে লগইন                থাকতে হবে। 

☞ প্রতিটি লিংক বা কোড সেভ করে রাখলে পরবর্তীতে        যে কোন সময় ব্যবহার করা যায়। 



No comments

If you have any question, Please let me know.

Powered by Blogger.