Header Ads

Header ADS

যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস নেওয়া হবে ||| Reopening class routine 2021

প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন 

Reopen 




ict education service
ict education service


কোভিড-১৯ সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কিন্তু করোনা সংক্রমন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সরকার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশক্রমে ১২/০৯/২০২১ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।সেই আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সাপ্তাহিক ক্লাস রুটিন ও পাঠদান পুনঃ চালুকরন ব্যবহার নির্দেশিকা প্রকাশ করেছে। 

জনাব মনীষ চাকমা, পরিচালক(পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,ঢাকা কর্তৃক স্বাক্ষরিত বিদ্যালয় রি-ওপেনিং রুটিন প্রকাশ করেন।

 ১২ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত এই স্কুল রুটিন।  এই রুটিনের আলোকে ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস পরিচালিত হবে। যে সকল বিদ‍্যালয়ে ১ম শিফটে দুটি শ্রেণি এক সঙ্গে পাঠ পরিচালনা করলে স্বাস্থ্যবিধি পালনে অসুবিধা হবে তারা দুই শিফটে চালাতে পারবেন। সপ্তাহের ৬ দিন ৫ম শ্রেণির পাঠদান চলবে।কিন্তু প্রাক-প্রাথমিকের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


ক্লাসের সময়সূচীঃ 

প্রতিদিন ১ম শিফটে  সকাল ৯ঃ৩০ - ৯ঃ৪০ পর্যন্ত এবং ২য় শিফটে ০১ঃ১৫-০১ঃ২৫ পর্যন্ত কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিতকরন।


পাঠদান   

      ১ম শিফট 

   ১ম ক্লাসঃ ০৯ঃ৪০-১০ঃ২৫
   ২য় ক্লাসঃ ১০ঃ৩০-১১ঃ১৫
   ৩য় ক্লাসঃ ১১ঃ২০-১২ঃ০৫

২য় শিফট

                   ১ম ক্লাসঃ ০১ঃ৩০-০২ঃ১৫
   ২য় ক্লাসঃ ০২ঃ১৫-০৩ঃ০০
   ৩য় ক্লাসঃ ০৩ঃ০০-০৩ঃ৪৫


কোন ক্লাস কি বার নেওয়া হবেঃ

শনিবারঃ ৫ম শ্রেণি ও ৪র্থ শ্রেণি।

রবিবারঃ ৫ম শ্রেণি ও ৩য় শ্রেণি।

সোমবারঃ ৫ম শ্রেণি ও ২য় শ্রেণি।

মঙ্গলবারঃ ৫ম শ্রেণি ও ১ম শ্রেণি।

বুধবারঃ    ৫ম শ্রেণি।

বৃহস্পতিবারঃ ৫ম শ্রেণি।



ict education service




প্রতিদিন কোন শ্রেণির কোন কোন বিষয় পড়ানো হবেঃ

শনিবার

৫ম শ্রেণিঃ বাংলা, গণিত, ইংরেজি 

৪র্থ শ্রেণিঃ বাংলা, গণিত, ইংরেজি 

রবিবার 

৫ম শ্রেণিঃ বাংলা, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 

৩য় শ্রেণিঃ বাংলা, গণিত, ইংরেজি 

সোমবার 

৫ম শ্রেণিঃ বাংলা, গণিত, ইংরেজি 

২য় শ্রেণিঃ বাংলা, গণিত, ইংরেজি 

মঙ্গলবার

 ৫ম শ্রেণিঃ বাংলা, গণিত, প্রাথমিক বিজ্ঞান 

১ম শ্রেণিঃ বাংলা, গণিত, ইংরেজি 


আরো পড়ুনঃ পাঠদান পুনঃ চালুকরণ নির্দেশিকা । 


বুধবার 

৫ম শ্রেণিঃ বাংলা, গণিত, ইংরেজি 

বৃহস্পতিবার 

৫ম শ্রেণিঃ বাংলা, গণিত, ধর্ম ও নৈতিক শিক্ষা 


 ৪র্থ শ্রেণি ও ৩য় শ্রেণির জন্য ১ম সপ্তাহে বাংলা, গণিত, ইংরেজি এবং ২য় সপ্তাহে বিজ্ঞান, বাওবি, ধর্ম ও নৈতিক শিক্ষা পড়ানো হবে। 

এছাড়াও দৈনিক সমাবেশ করা যাবে না। ক্লাসের মধ্যে হালকা পিটি করা যাবে। কেউ অসুস্থ থাকলে প্রয়োজনে পিটি বাদ দেওয়া যাবে। 

প্রাথমিক শিক্ষা বিষয়ক আরো তথ্য জানার জন্য এই website https://icteducationservice.blogspot.com   এর সাথেই থাকুন।আর কি কি জানতে চান তা কমেন্ট করে জানাবেন। 

ধন্যবাদ। 



1 comment:

If you have any question, Please let me know.

Powered by Blogger.