সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ও পাঠ পরিকল্পনা ২০২২
পাঠ পরিকল্পনা-২০২২
(জানুয়ারি - এপ্রিল)
ক্লাস রুটিন ২০২২
DOWNLAD Here
↓
কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য পাঠ পরিকল্পনা ও ক্লাসরুটিন প্রণয়ন করা হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনাব ড. মোঃ মাহবুবুর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে 2022 শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণয়নকৃত বিষয় ও শ্রেণিভিত্তিক পাঠ পরিকল্পনা, মূল্যায়ন নির্দেশনা,শিক্ষকগণের জন্য নির্দেশনা প্রেরণ করেছেন।
[ পাঠ পরিকল্পনা ২০২২ নিচে দেওয়া হয়েছে ]
০৮ জানুয়ারি ২০২২ হতে ৩০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত ক্লাস রুটিন। এই রুটিনের আলোকে ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস পরিচালিত হবে। সপ্তাহের ৬ দিন ৫ম শ্রেণি,২ দিন ৪র্থ ও ৩য় শ্রেণি, ১ দিন ২য় ও ১ম শ্রেণির পাঠদান চলবে। কিন্তু প্রাক-প্রাথমিকের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ক্লাসের সময়সূচীঃ
প্রতিদিন সকাল ৯ঃ০০ - ৯ঃ৩০ পর্যন্ত বিদ্যালয় প্রস্তুতি ও কোভিড সচেতনতা। ১২ঃ৩০ - ১ঃ২৫ পর্যন্ত মধ্যাহ্ন বিরতি।
পাঠদান সময় সূচিঃ
শনি - বুধবার ➤ ০৯ঃ৩০ - ০৪ঃ০০ বৃহস্পতিবার ➤ ০৯ঃ৩০ - ০২ঃ৩০
১ম শিফট
১ম ক্লাসঃ ০৯ঃ৩০-১০ঃ১৫ ২য় ক্লাসঃ ১০ঃ২০-১১ঃ০০ ৩য় ক্লাসঃ ১১ঃ০৫-১১ঃ৪৫ ৪র্থ ক্লাসঃ ১১ঃ৫০-১২ঃ৩০
২য় শিফট
১ম ক্লাসঃ ০১ঃ৩০-০২ঃ১০ ২য় ক্লাসঃ ০২ঃ১০-০২ঃ৫০ ৩য় ক্লাসঃ ০২ঃ৫০-০৩ঃ৩০ ৪র্থ ক্লাসঃ ০৩ঃ৩০-০৪ঃ০০
কোন শ্রেণিতে কি কি বিষয় পাঠদান করা হবেঃ
শনিবারঃ
৫ম শ্রেণি ⇨ গণিত, বাংলা, ইংরেজি, বাওবি
৪র্থ শ্রেণি ⇨ ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান
রবিবারঃ
৫ম শ্রেণি ⇨ গণিত, বাংলা, ইংরেজি, বাওবি
৩য় শ্রেণি ⇨ বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান
সোমবারঃ
৫ম শ্রেণি ⇨ গণিত, বাংলা, ইংরেজি, বিজ্ঞান
২য় শ্রেণি ⇨ ইংরেজি, বাংলা, গণিত, ধর্ম/পঃপঃ/ শাঃশি/সঙ্গীত
সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২২ PDF ডাউনলোড করুন। Click ⤵️
DOWNLOAD
পাঠ পরিকল্পনা - 2022
পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাঠ পরিকল্পনা / সিলেবাস প্রণয়ন করা হয়েছে। নিচে সকল বিষয় এর লিংক দেওয়া আছে। সাবজেক্টের নামের উপর ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন।
No comments
If you have any question, Please let me know.