Header Ads

Header ADS

যেভাবে অনলাইনে ডিপিএড কোর্সের ভর্তির আবেদন করবেন

 অনলাইনে ভর্তির/রেজিষ্ট্রেশন এর নিয়মাবলি 


 কিভাবে আবেদন করবেন? 


প্রথমে https://napeeservice.info/ এই লিঙ্কে প্রবেশ করে 2022 Admission এ ক্লিক করুন তার পর নিচের ছবিটির মত একটি উইন্ডো দেখতে পারবেন


ict education service


1. সকল তথ্য সঠিক ভাবে পূরণ করুন


2. উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রদত্ত ডেপুটেশন আদেশের তথ্যে যে পিটিআই দেওয়া ছিল, সেই পিটিআই লিস্ট থেকে সিলেক্ট করুন অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে ।


3. লাল স্টার টেক্সট ফিল্ড গুলো অবশ্যই পূরণ করতে হবে । আপনি যে সঠিকভাবে সব পূরণ করেছেন তার জন্য নেক্সট (Next)বাটনের পূর্বে টিক চিহ্ন এ টিক দিয়ে কনফার্ম করতে হবে এবং সর্ব শেষ নেক্সট (Next)বাটনে ক্লিক করে পরবর্তী কাজ করতে হবে । নেক্সট বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত আর একটি উইন্ডো আসবে ।


ict education service


1. এই সেকশনে আপনাকে একটি ফরমাল ছবি আপলোড করতে হবে যার width 300px এবং height 300px হতে হবে নাহলে এই সেকশন থেকে আপনাকে নেক্সট সেকশনে যেতে দেয়া হবে না, সেই জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।


2. আপনার পূরণকৃত ফর্মে যদি কোন সংশোধনের কিছু থাকে তাহলে এডিট ইনফর্মেশনে (Edit Information) ক্লিক করে সংশোধন করুন।


3. এই ধাপে ইমেজে photograph Resizer এ ক্লিক করে ইমেজ রিসাইজ করুন (যদি আপনার ছবিটি width 300px এবং height 300px এ না থাকে) তাহলে http://www.picresize.com/ এ গিয়ে এই ধাপ গুলো অনুসরণ করুন ।


4. আপনার রিসাইজ করা ছবিটি Choose File এ ক্লিক করে আপলোড করুন ।


5. তারপর এই সেকশনে টিক দিন ।


6. সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন সম্পন্ন করুন । সাবমিট বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত আর একটি ফর্ম আসবে যা ডাউনলোড করে নিতে হবে।


ict education service


*** প্রশিক্ষণার্থীগণ ডাউনলােডকৃত ফরমটির হার্ড কপি সংশ্লিষ্ট পিটিআই এ জমা দিয়ে আবেদন ফি বাবদ মাথাপিছু ২০০০/- (দুই হাজার) টাকা পরিশােধপূর্বক নিচের ছবির মত টাকা জমাদানের রশিদ গ্রহণ করুন।


ict education service


*** পিটিআই ফি পরিশােধ নিশ্চিত করার পর প্রশিক্ষণার্থী (মােবাইল ফোনে) একটি এসএমএস পাবেন এবং তাদের আবেদন সম্পন্ন বলে গণ্য হবে।


সতর্কতা

১। প্রশিক্ষণার্থীকে কোন ক্রমেই Sure Cash এর মাধ্যমে পেমেন্ট না করার জন্য নির্দেশ দেয়া হলো। এই ক্ষেত্রে কোন ভাবেই NAPE অথবা PTI কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

২। ফর্মের সকল তথ্য ইংরেজিতে পূরণ করুন।

৩। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সে ভর্তির শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২১ইং।


আবেদন নির্দেশিকা ভালোভাবে পড়ে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। যেকোনো ভুল তথ্যের জন্য আবেদন ফর্ম বাতিল বলে গন্য হবে। 


যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ 01718297121 [ Programmer, NAPE], 01685956898 [10.00 AM to 6.00PM]


No comments

If you have any question, Please let me know.

Powered by Blogger.