সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দৈনিক ভাতা, ভ্রমণভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতার হার পুনঃনির্ধারণ ২০২২
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দৈনিক ভাতা, ভ্রমণভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতার হার পুনঃনির্ধারণ
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৪/০৭/২০২২ ইং তারিখ বেসামরিক প্রশাসনের আওতাধীন দেশের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দৈনিক
ভাতা, ভ্রমণভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতার হার পুনঃনির্ধারণ করেছে। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে। এর আগের প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর। ভাতার পরিমাণ/হার
নির্ধারণে প্রথম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের চারটি ক্যাটাগরিতে
ভাগ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ক্যাটাগরি-১-এর আওতায় রয়েছেন প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তা
ও কর্মচারীরা, ক্যাটাগরি-২-এর আওতায় ষষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মকর্তা ও কর্মচারী,
ক্যাটাগরি-৩-এর আওতায় ১১ থেকে ১৬ শ’ গ্রেডভুক্ত কর্মচারী এবং ক্যাটাগরি-৪-এর আওতায়
১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা রয়েছেন।
বাংলাদেশ সার্ভিস রুলস
বিএসআর পার্ট ১, ২
দৈনিক ভাতা
- ক্যাটাগরি-১-এর আওতাভুক্ত গ্রেড-১ ও তদূর্ধ্বদের দৈনিক ভাতা ১ হাজার ৪০০ টাকা; গ্রেড-২ ও গ্রেড-৩ ভুক্তদের দৈনিক ভাতা ১ হাজার ২২৫ টাকা এবং গ্রেড-৪ ও গ্রেড-৫ ভুক্তদের দৈনিক ভাতা ১ হাজার ৫০ টাকা।
- ক্যাটাগরি-২-এর আওতাভুক্ত গ্রেড-৬ ও গ্রেড-৭ ভুক্তদের দৈনিক ভাতা ৯০০ টাকা এবং গ্রেড-৮ থেকে গ্রেড-১০ ভুক্তদের দৈনিক ভাতা ৮৭৫ টাকা।
- ক্যাটাগরি-৩-এর আওতাভুক্ত গ্রেড-১১ থেকে গ্রেড-১৩ ভুক্তদের দৈনিক ভাতা ৭০০ টাকা এবং গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬ ভুক্তদের দৈনিক ভাতা ৪৯০ টাকা।
- ক্যাটাগরি-৪-এর আওতাভুক্ত গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্তদের দৈনিক ভাতা ৪০০ টাকা।
ভ্রমণ ভাতা
- ক্যাটাগরি-১-এর আওতাভুক্ত (প্রথম থেকে পঞ্চম গ্রেড) এর ভ্রমণের (বিমান/ লঞ্চ/ স্টিমার/ সড়ক/ রেলপথ) ক্ষেত্রে বিমানে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৩০ টাকা হারে এবং বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ১৮ টাকা হারে ভাতা পাবেন।
- ক্যাটাগরি-২ (ষষ্ঠ থেকে ১০ম গ্রেড) এর ভ্রমণের ক্ষেত্রে ২০০ কিলোমিটার ও তদূর্ধ্ব দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ১২ টাকা হারে এবং ২০০ কিলোমিটার কম দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ১৫ টাকা হারে ভাতা পাবেন।
- ক্যাটাগরি-৩ (১১ থেকে ১৬ গ্রেড) ও ক্যাটাগরি-৪ (১৭ থেকে ২০ গ্রেড) এর ভ্রমণের ক্ষেত্রে ২০০ কিলোমিটার ও তদূর্ধ্ব দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৬ টাকা হারে এবং ২০০ কিলোমিটার কম দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৮ টাকা হারে ভাতা পাবে।
Download Pdf Link↓
বদলিজনিত ভাতা
চাকরি বদলিজনিত কারণে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজেরসহ সর্বোচ্চ চারজনের ভ্রমণভাতা পাবেন।
মালামাল পরিবহনের জন্যঃ
- ক্যাটাগরি-১ ভুক্তরা একাকী ভ্রমণের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ৩ হাজার টাকা এবং দূরত্ব অনুসারে প্রতি কিলোমিটার ৫০ টাকা।
- ক্যাটাগরি-২ ভুক্তরা একাকী ভ্রমণের ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা এবং দূরত্ব অনুসারে প্রতি কিলোমিটার ৪৫ টাকা।
- ক্যাটাগরি-৩ ভুক্তরা একাকী ভ্রমণের ক্ষেত্রে ৮০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ২ হাজার টাকা এবং দূরত্ব অনুসারে প্রতি কিলোমিটার ২০ টাকা।
- ক্যাটাগরি-৪ ভুক্তরা একাকী ভ্রমণের ক্ষেত্রে ৫০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ৬০০ টাকা এবং দূরত্ব অনুসারে প্রতি কিলোমিটার ৮ টাকা হারে ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে অনুযায়ী, সারা দেশের জন্য একই হার হবে। কোনো বিশেষ অঞ্চল বা পার্বত্য এলাকার জন্য আলাদা কোনো হার প্রযোজ্য হবে না।
২০২২ সালের প্রজ্ঞাপন।
Also read:
No comments
If you have any question, Please let me know.