Header Ads

Header ADS

সকল সরকারি, আধা সরকারি,স্বায়ত্তশাসিত অফিসের ২০২২ সালের ছুটির তালিকা

  

২০২২ সালের সরকারি অফিসের ছুটির তালিকা  


বাংলাদেশের সকল সরকারি,আধা সরকারি অফিস এবং  সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত,আধা স্বায়ত্তশাসিত সংস্থা সমূহের জন্য ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। 


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মশিউর রহমান তালুকদার রাষ্ট্রপতির আদেশক্রমে ২০২২  সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করেন। 

একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। 

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।


সাধারণ ছুটি ১৪ দিন

২০২২ সালের ছুটির তালিকা




নির্বাহী আদেশে ০৮ দিন

২০২২ সালের ছুটির তালিকা


ঐচ্ছিক ছুটি(মুসলিম পর্ব) ০৫ দিন

২০২২ সালের ছুটির তালিকা


 
ঐচ্ছিক ছুটি ( হিন্দু পর্ব) ০৮ দিন

২০২২ সালের ছুটির তালিকা


ঐচ্ছিক ছুটি(খ্রিস্টান পর্ব) ০৮ দিন

২০২২ সালের ছুটির তালিকা


ঐচ্ছিক ছুটি ( বৌদ্ধ পর্ব) ০৫ দিন 


ঐচ্ছিক ছুটি ( পার্বত্য চট্টগ্রাম এলাকা ও অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য)  ০২ দিন

২০২২ সালের ছুটির তালিকা





২০২২ সালের ছুটির তালিকা



পিডিএফ কপি ডাউনলোড করুন। 

২০২২ সালের ছুটির তালিকা


 

No comments

If you have any question, Please let me know.

Powered by Blogger.