Header Ads

Header ADS

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সংশোধিত ক্লাস রুটিন২০২১

 সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য  নতুন সংশোধিত রুটিন।

কার্যকরঃ ০২ অক্টোবর, ২০২১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পরিচালক জনাব মনীষ চাকমা (পলিসি এন্ড অপারেশন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নতুন রুটিন প্রকাশ করেছে। 

ict education service



👉 গত ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে স্বাস্থবিধি মেনে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম চালু হওয়ায় ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভার ৩নং সিদ্ধান্ত অনুসারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন হিসেবে প্রস্তুতকৃত রুটিন মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছিল। প্রেরিত রুটিন অনুসরণ করে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়সমূহে শ্রেণিকার্যক্রম পরিচালিত হচ্ছে।


👉 শ্রেণি কার্যক্রম পরিচালনা পর্যালোচনার ভিত্তিতে সাপ্তাহিক রুটিন নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্তৃক প্রেরিত নিরাময়যোগ্য পাঠপরিকল্পনা (ধর্ম ও নৈতিক শিক্ষা সংযুক্ত) অনুসারে নতুন রুটিন অনুযায়ী শ্রেণি কক্ষে পাঠদান করতে হবে।


সংশোধিত বিদ্যালয়ের সময়সূচিঃ

শনিবার - বুধবারঃ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা ৪৫ পর্যন্ত। 
বৃহস্পতিবারঃ সকাল ৯ টা থেকে বেলা ২টা ১৫ পর্যন্ত। 

শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ৯ঃ০০ ঘটিকা থেকে ৯ঃ২৫ পর্যন্ত এবং ১২ঃ৩০ থেকে ১২ঃ৫৫ পর্যন্ত কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে রুটিন অনুযায়ী  শ্রেণিকক্ষে প্রবেশ করবে। 

নতুন রুটিন অনুযায়ী ১ম,২য়,৩য় ও ৪র্থ শ্রেণি সকালে এবং ৫ম শ্রেণি মধ্যাহ্ন বিরতির পর শুরু হবে। 

৩য়,৪র্থ শ্রেণি সপ্তাহে ২দিন এবং ৫ম শ্রেণি ৬ দিন পাঠদান চলবে। 


সংশোধিত মধ্যাহ্ন বিরতি 

 শনিবার - বুধবার ☞ ১২ঃ০০ - ১ঃ৩০ পর্যন্ত।   বৃহস্পতিবার ☞  ১২ঃ০০ - ১২ঃ৩০ পর্যন্ত। 


সংশোধিত শ্রেণি কার্যক্রম 

শনিবার - বুধবার ☞  ৯ঃ৩০ - ১২ঃ০০ ও ১ঃ৩০ - ৩ঃ৪৫ পর্যন্ত। 


বৃহস্পতিবার  ☞ ৯ঃ৩০ - ১২ঃ০০ ও ১ঃ৩০ - ২ঃ৩০  পর্যন্ত।  

                    

ict education service
সংশোধিত ক্লাস রুটিন 



পিডিএফ ডাউনলোড করুনঃ নতুন সংশোধিত ক্লাস রুটিন

 এমতাবস্থায়,উপরের রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা নিশ্চিত করার জন্য অধিদপ্তর থেকে অনুরোধ করা হয়েছে।


আরো দেখুনঃ নতুন রুটিন 

পুরাতন রুটিন

 Accelerated Remedial Learning Plan

প্রাথমিক শিক্ষা কারিকুলাম বা পাঠ্যক্রম 

বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২১ 


No comments

If you have any question, Please let me know.

Powered by Blogger.