Header Ads

Header ADS

গণিত অলিম্পিয়াড কনটেন্ট বুক ডাউনলোড Math Olympiad Content Book Download

গণিত অলিম্পিয়াড কনটেন্ট ডেলিভারি বুক ডাউনলোড 


আনন্দে গণিত শিখি, গণিত ভীতি দূর করি। গণিত একটি জটিল ও বিমূর্ত বিষয়। গণিত ভীতি দূর করার জন্য গণিত অলিম্পিয়াডের কৌশল প্রয়োগ করে খেলার ছলে শিক্ষার্থীরা আনন্দে গণিত শিখবে। দেশের  সব উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিত অলিম্পিয়াডের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ গণিত অলিম্পিয়াড কনটেন্ট বুক অনুসারে করা হয়। ট্রেইনারদের কাছে এই বইটি থাকলেও বিদ্যালয়ে এখনো দেওয়া হয়নি। অনলাইন থেকে ডাউনলোড করে কাজ চালাতে হবে। এই ব্লগ সাইট  থেকে সহজেই গণিত অলিম্পিয়াড কনটেন্ট বুক ডাউনলোড করতে পারবেন।

গণিত অলিম্পিয়াড কনটেন্ট বুক  

গণিত অলিম্পিয়াড কনটেন্ট বুক কয়েকটি খন্ডে পাওয়া যায়। ১ম ও ২য় শ্রেণির জন্য ১টি, এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য আলাদা আলাদা গণিত অলিম্পিয়াড কনটেন্ট ডেলিভারি বুক আছে। আমি প্রত্যেক শ্রেণির জন্য আলাদা আলাদা ডাউনলোড লিংক দিয়ে দিব। এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে বিদ্যালয়ে ব্যবহার করতে পারবেন। 


কনটেন্ট ডেলিভারি বুক


গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক (১ম-৫ম শ্রেণি) শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা উন্নয়নের জন্য বইগুলো তৈরি করা হয়েছে। 

‘আনন্দে গণিত শিখি’ কনটেন্ট ডেলিভারি বই

গণিত শিখন-শেখানো কার্যক্রমে কোমলমতি শিক্ষার্থীদের আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার প্রচেষ্টা নিয়ে এই কনটেন্ট বইটি প্রণয়ন করা হয়েছে। তাছাড়া ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের ধীরে ধীরে গাণিতিক ধারণা লাভ করা, গাণিতিক প্রক্রিয়া সম্পর্কে জানা এবং সমস্যা সমাধানের উপায় বের করার প্রয়াস নেওয়া হয়েছে। গণিত অলিম্পিয়াড কৌশলের খেলা, ফান/পাজল, গল্প বলা, ভূমিকাভিনয় ইত্যাদি ব্যবহার করে প্রতিটি কনটেন্ট রচনা করা হয়েছে। ভয়ভীতিহীনভাবে গণিত ক্লাস করা ও আনন্দের মধ্য দিয়ে গণিত শেখার লক্ষ্যে ফান/পাজল, খেলা, গল্প বলা ইত্যাদি কৌশল অবলম্বন করে 'আনন্দে গণিত শিখি' কনটেন্ট ডেলিভারি বইটি প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে, পাঠ্যপুস্তকের প্রতিটি অধ্যায়ের শুরুতে প্রদত্ত ছবি বা ইলাস্টেশনগুলোর ভিত্তিতে কীভাবে আনন্দে সকল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যায় সেই প্রচেষ্টা নিয়ে প্রতিটি কনটেন্ট তৈরি করা হয়েছে। আনন্দে গণিত শিখি কনটেন্ট ডেলিভারি বুকটি রচনার ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনা করা হয়েছে:

 
আনন্দে গণিত শিখি কনটেন্ট ডেলিভারি বুকের প্রতিটি কনটেন্ট একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে লিখা হয়েছে। প্রথমেই মূলকথা যেখানে কেন এই কনটেন্টটি নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কোন দক্ষতা অর্জন করবে, ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এর পর আচরনিক উদ্দেশ্যের মধ্যে একটি কনটেন্ট উপস্থাপনের পর শিক্ষার্থীরা যা অর্জন করবে বা শিখনফল উল্লেখ করা হয়েছে। পরবর্তিতে শিক্ষা উপকরণটি তৈরি করতে স্বল্প মূল্যে বা বিনামূল্যে যে সকল উপকরণের প্রয়োজন হবে তা বর্ণনা করা হয়েছে।

● শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য কোন ধরণের পুর্বপ্রস্তুতির প্রয়োজন হবে এর পর তা বর্ণনা করা হয়েছে। 

● সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু হলো, কার্যপদ্ধতির ধাপসমুহ- শিক্ষা উপকরণ তৈরি এবং শ্রেণি কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতা রক্ষার জন্য ধাপগুলো বর্ণনা করা হয়েছে।

তাছাড়া মূল্যায়ন ও যাচাই, টিপস এবং আরো কিছু/বিকল্প উপশিরোনাম রাখা হয়েছে।

এই বইগুলো রচনায় যারা সংশ্লিষ্ট তাদের নাম দেওয়া হলোঃ

উপদেষ্টা

১. জনাব মুহাম্মদ জাফর ইকবাল, উপদেষ্টা, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২. ড. মোহাম্মদ কায়কোবাদ, উপদেষ্টা, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রচনা ও সংকলন

১। জনাব এ এ মুনির হাসান, সিনিয়র পরামর্শক, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০১৭১৩০৬7590, munir.hasan@bdosn.org 

২। অধ্যাপক ফারুক আহমেদ, পরামর্শক, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 01716915520, faruque 1954@gmail.com

৩। জনাব মোঃ নূরুননবী, পরামর্শক, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 01717272191,nursohagdu@gmail.com

8. জনাব মোহাম্মদ কামরুজ্জামান কালাম, পরামর্শক, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 01764164232, kamruzzamankalam@gmail.com

৫। জনাব ইন্দু ভূষণ দেব, সিনিয়র পরামর্শক, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 01716015314, indudev4@gmail.com

৬. জনাব মোঃ আলাউদ্দিন আল আজাদ, পরামর্শক, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০১৮১৯০৮8719, azad1958@gmail.com

৭. জনাব সকাল রায়, সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড কনসালট্যান্ট (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ, 01980042580, 8500mile@gmail.com

৮। জনাব তাসনীম আরা, সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড কনসালট্যান্ট (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ, 01752774669, tasnimarasushmi@gmail.com

৯। জনাব আহমেদ শাহরিয়ার শুভ, সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড কনসালট্যান্ট (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ ০১৯৩1088620, shahriar643@gmail.com 

১০. জনাব এস এম মাহতাব হোসাইন, কনসালট্যান্ট ফর ম্যাথ অলিম্পিয়াড (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ mahtabhossain 1893@gmail.com,  0155626407৯,

১১. জনাব আশরাফুল আল শাকুর, কনসালট্যান্ট ফর ম্যাথ অলিম্পিয়াড (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ, ০1875957325, ashraful.shakur@gmail.com 

১২. জনাব সাইফ ফাতেউর রহমান, কনসালট্যান্ট ফর ম্যাথ অলিম্পিয়াড (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ, 01673425118, savefabir94@gmail.com
 আনন্দে গণিত শিখি।

১৩. জনাব মোঃ খালিদ বিন ইসলাম, কনসালট্যান্ট ফর ম্যাথ অলিম্পিয়াড (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ ১৬৮8824507, khalid47ndc@gmail.com

১৪. জনাব মোঃ জুনাইদ হাবিব, কনসালট্যান্ট ফর ম্যাথ অলিম্পিয়াড (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ, ১521254566, habibzunayed@gmail.com 

১৫. জনাব কাজী খায়রুন নাহার, কনসালট্যান্ট ফর ম্যাথ অলিম্পিয়াড (জুনিয়র পরামর্শক), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাশিঅ, ১৭৪৬339752, nahar.mitu@gmail.com

১৬. জনাব ইবরাহিম মুদ্দাসসের, সিনিয়র গণিত অলিম্পিয়াড পরামর্শক, গণিত অলিম্পিয়াড পাইলট প্রকল্প,
প্ৰাগম, 01671159435, ibrahimmuddasser@gmail.com

১৭. জনাব আবির শাফী বিন্দু, গণিত অলিম্পিয়াড পরামর্শক, গণিত অলিম্পিয়াড পাইলট প্রকল্প, প্রাগম 01759370818, bindu.gangni@gmail.com 

১৮. জনাব রাশিক ইনতিসার সিদ্দিকী, গণিত অলিম্পিয়াড পরামর্শক, গণিত অলিম্পিয়াড পাইলট প্রকল্প, প্রাগম 01677549824, hksiddiquee@gmail.com 

১৯. জনাব জুনায়েদ কামাল নিবিড়, প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং গবেষক, গণিত অলিম্পিয়াড পাইলট প্রকল্প, প্রাগম, 01318584692, zunaidfccbd@gmail.com

Download all Math Olympiad Content Delivery Book  

সম্পাদক

জনাব মোঃ ফিরোজ কবীর, সহকারী পরিচালক, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 01712090150, firozdpe2000@gmail.com 

জনাব মোঃ জিয়াউল কবির, শিক্ষা অফিসার, গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা  অধিদপ্তর, ০১৭১০২৮7342, ziaul.pti@gmail.com

সমন্বয়ক ও সার্বিক তত্ত্বাবধান

জনাব মুহাম্মদ সোহেল হাসান টিম লিডার (উপসচিব), গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 01736365280, sohel15072@yahoo.com
প্রকাশনা  প্রাথমিক  শিক্ষা  অধিদপ্তর 

প্রকাশকাল 
প্রথম সংস্করণ- অক্টোবর ২০১৯
দ্বিতীয় সংস্করণ- সেপ্টেম্বর ২০২০


বই গুলোতে কি কি আইডিয়া আছে, সেগুলো প্রথমে দেওয়া হয়েছে। 

           Class One  & Two           


ict education service



       সূচীপত্র         

এই বইয়ের ভিতরে যে যে আইডিয়া আছে -

আইডিয়া : ১.১   শিরোনাম : কাগজের ঘর
আইডিয়া : ১.২  শিরোনাম : খাটো কাঠি লম্বা কাঠি
আইডিয়া : ১.৩  শিরোনাম : কাগজের এরোপ্লেন
আইডিয়া : ১.৪  শিরোনাম : হালকা-ভারী
আইডিয়া : ১.৫  শিরোনাম : কম-বেশির বাস্কেটবল
আইডিয়া : ১.৬  শিরোনাম : ছবি দেখে গল্প বলি

২. গণনা ও সংখ্যা

আইডিয়া : ২.১    শিরোনাম : আঙুল গণনা
আইডিয়া : ২.২    শিরোনাম : সংখ্যার ছড়া
আইডিয়া : ২.৩    শিরোনাম : কাঠির বাক্স
আইডিয়া : ২.৪    শিরোনাম : এক-এক মিল
আইডিয়া : ২.৫    শিরোনাম : সংখ্যা চেনা
আইডিয়া : ২.৬    শিরোনাম: নম্বর বল
আইডিয়া : ২.৭    শিরোনাম : কল্পনার সংখ্যা 
আইডিয়া : ২.৮    শিরোনাম : গ্রিডে সংখ্যা লিখি
আইডিয়া : ২.৯    শিরোনাম : সংখ্যা সাজাই গণনা শিখি
আইডিয়া : ২.১০  শিরোনাম : সংখ্যার দড়ি
আইডিয়া : ২.১১  শিরোনাম : সংখ্যার জোড়া
আইডিয়া : ২.১২  শিরোনাম : ০ (শূন্যের) পরিচয়
আইডিয়া : ২.১৩  শিরোনাম : কাগজের বাস্কেট বল
আইডিয়া : ২.১৪  শিরোনাম : কয়টি মুখ
আইডিয়া : ২.১৫  শিরোনাম : সংখ্যার লুকোচুরি
আইডিয়া : ২.১৬  শিরোনাম:  নম্বর উইন্ডো
আইডিয়া : ২.১৭  শিরোনাম:  নম্বর পাজল
আইডিয়া : ২.১৮  শিরোনাম : জাদুর বাক্স
আইডিয়া : ২.১৯  শিরোনাম : এলোমেলো
আইডিয়া : ২.২০  শিরোনাম : এলোমেলো সংখ্যা সাজাই
আইডিয়া : ২.২১  শিরোনাম : দশের দল
আইডিয়া : ২.২২  শিরোনাম : দশের বান্ডিল
আইডিয়া : ২.২৩  শিরোনাম: কে কোথায় আছে?
আইডিয়া : ২.২৪  শিরোনাম : লাইন ভাঙি, লাইন করি

৩. যোগ (প্রথম শ্রেণি)

আইডিয়া : ৩.১  শিরোনাম : একত্র করি
আইডিয়া : ৩.২  শিরোনাম : মুক্তিযুদ্ধের গল্প
আইডিয়া : ৩.৩  শিরোনাম : আঙ্গুলে হিসাব
আইডিয়া : ৩.৪  শিরোনাম : ছবির যোগ
আইডিয়া : ৩.৫  শিরোনাম : পাত্রে রেখে যোগ
আইডিয়া : ৩.৬  শিরোনাম : পার্কে একদিন (বৃদ্ধির ধারণা)
আইডিয়া : ৩.৭  শিরোনাম : ছবি থেকে যোগ -২
আইডিয়া : ৩.৮  শিরোনাম : দাগ দিয়ে যোগ
আইডিয়া : ৩.৯  শিরোনাম : সংখ্যার রেলগাড়ি 
আইডিয়া : ৩.১০ শিরোনাম : যোগযন্ত্র 

Download all Math Olympiad Content Delivery Book 


ডাউনলোড করতে নিচের লেখার উপর ক্লিক করুনঃ

1.  Download Class One & Two



                          Class Three                         


ict education service



       সূচীপত্র         


এই বইয়ের ভিতরে যে যে আইডিয়া আছে -

১.০ সংখ্যা ও গণনা
আইডিয়া ১.১: তারা গণনা
আইডিয়া ১.২: সংখ্যা বানানোর খেলা
আইডিয়া ১.৩: রঙিন কাগজে সংখ্যা
আইডিয়া ১.৪ দশের যন্ত্র
আইডিয়া ১.৫: সিক্রেট নম্বর
আইডিয়া ১.৬: জুম ইন জুম আউট
আইডিয়া ১.৭: সংখ্যাখেকো কুমির
আইডিয়া ১.৮: লাইন ভাঙি, লাইন করি

২.০ যোগ ও বিয়োগ

আইডিয়া ২.১: পাশাপাশি যোগ করি
আইডিয়া ২.২: ব্লক দিয়ে যোগ করি
শিরোনাম ২.৩: রাজকোষ ও কোটাল ১
আইডিয়া ২.৪: কথায় লিখে যোগ অঙ্ক করি 
আইডিয়া ২.৫: যোগের অঙ্ক করি
আইডিয়া ২.৬: যোগের ছক
আইডিয়া ২.৭: রাজকোষ ও কোটাল ২
আইডিয়া ২.৮: ব্লক দিয়ে বিয়োগ করি
শিরোনাম ২.৯: যোগ ও বিয়োগের মিতালী
আইডিয়া ২.১০: যোগ বিয়োগের ছক
আইডিয়া ২.১১: বার মডেল

৩.০ গুণ

আইডিয়া ৩.১: গুণ্য গুণক চিনি
আইডিয়া ৩.২: ঘুরিয়ে ফিরিয়ে গুণ
আইডিয়া ৩.৩: চাঁদের বুড়ির শূন্যের গুণ
আইডিয়া ৩.৪: কাগজের ডমিনোতে শূন্যের গুণ
আইডিয়া ৩,৫: ১১-২০ এর নামতার সিক্রেট ডোর
আইডিয়া ৩.৬: বড় নামতার হাড্ডি
আইডিয়া ৩.৭: বড় গুণে দশের মজা
আইডিয়া ৩.৮: ভেঙে ভেঙে গুণ
আইডিয়া ৩.৯: এক অঙ্কের গুণ
আইডিয়া ৩.১০: বড়সড় গুণ
আইডিয়া ৩.১১: কানামাছি ভোঁ ভোঁ
আইডিয়া ৩.১২: গুণের সাপ লুড়ো
আইডিয়া ৩.১৩: হাট-বাজারের গুণ
আইডিয়া ৩.১৪: রূপকথার রাজ্যে গুণ

৪.০ ভাগ

আইডিয়া ৪.১: দশের দলে ভাগ
আইডিয়া ৪.২: ছকে কাঠি সাজাই
আইডিয়া ৪.৩: দড়ি/সুতা কাটাকাটি
আইডিয়া ৪.৪: কুতকুত খেলা
আইডিয়া ৪.৫: শূন্যকে ভাগ
আইডিয়া ৪.৬: বন্ধু কত দূরে আছে
আইডিয়া ৪.৭: দলীয় ভাগ
আইডিয়া ৪.৮: ভাগ করি
আইডিয়া ৪.৯: উপকরণ দিয়ে ভাগ
আইডিয়া ৪.১০: ভাগ করি-২
আইডিয়া ৪.১১: ছবিতে ভাগ করি

৫.০ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা

আইডিয়া ৫.১: লুকানো সংখ্যার ম্যাজিক
আইডিয়া ৫.২: হ-য-ব-র-ল 
আইডিয়া ৫.৩: গাণিতিক ভাষার সমস্যা

৬.০ বাংলাদেশি মুদ্রা

আইডিয়া ৬.১: দাদুর হারানো গুপ্তধন
আইডিয়া ৬.২: ১০০ পয়সা গঠন করি.
আইডিয়া ৬.৩: টাকার বাক্স
আইডিয়া ৬.৪: খুচরো টাকার খেলা
আইডিয়া ৬.৫: টাকা পয়সার যোগ-বিয়োগ
আইডিয়া ৬.৬: টাকা-পয়সায় কেনাকাটা

৭.০ সাধারণ ভগ্নাংশ

আইডিয়া ৭.১: স্লিপে ভগ্নাংশ
আইডিয়া ৭.২: মাই ডেইলি রুটিন
আইডিয়া ৭.৩: তেলে-জলে ভগ্নাংশ
আইডিয়া ৭.৪: একই হরের ছোট-বড় ভগ্নাংশ
আইডিয়া ৭.৫: ভগ্নাংশের লুডু 
আইডিয়া ৭.৬: ১ বা সম্পূর্ণ অংশের ধারণা
আইডিয়া ৭.৭: সমতুল ভগ্নাংশ
আইডিয়া ৭.৮: গুচ্ছে গুচ্ছে সমতুল
আইডিয়া ৭.৯: ভগ্নাংশের যোগ
আইডিয়া ৭.১০ ভগ্নাংশের বিয়োগ

৮.০ পরিমাপ

আইডিয়া ৮.১: কাগজের স্কেল
আইডিয়া ৮.২: সূক্ষ্ম পরিমাপ
আইডিয়া: ৮.৩: দৈর্ঘ্য পরিমাপের সম্পর্ক ও রুপান্তর
আইডিয়া ৮.৪ বোতলের দাঁড়িপাল্লা
আইডিয়া ৮.৫: বাটখারার যোগ
আইডিয়া ৮.৬: ওজন কার্ড
আইডিয়া ৮.৭: ওজন পকেট
আইডিয়া ৮.৮: কাগজের ঘড়ি
আইডিয়া ৮.৯: ঘড়ির খেলা

৯.০ জ্যামিতি

আইডিয়া ৯.১: অরিগ্যামি
আইডিয়া ৯.২: ট্যানগ্রাম
আইডিয়া ৯.৩: আমার ক্লাসরুম
আইডিয়া ৯.৪: রেখার খেলা ১
আইডিয়া ৯.৫: তলের ধারণা
আইডিয়া ৯.৬: ক্লাসরুমে কোণের ধারণা
আইডিয়া ৯.৭: ডট কাগজে কোণ
আইডিয়া ৯.৮: ডট কাগজে চতুর্ভূজ
আইডিয়া ৯.৯: জিওবোর্ড
আইডিয়া ৯.১০: বৃত্তের বাইরে বৃত্ত

 ডাউনলোড করতে নিচের লেখার উপর ক্লিক করুনঃ 

2. Download Class Three Math Olympiad Book


                Class 4                      


ict education service



       সূচীপত্র         


এই বইয়ের ভিতরে যে যে আইডিয়া আছে -

১.০ সংখ্যা ও গণনা

আইডিয়া ১.১: রঙিন কাগজে সংখ্যা
আইডিয়া ১.২: জুম ইন জুম আউট
আইডিয়া ১.৩: সংখ্যাখেকো কুমির
আইডিয়া ১.৪: কার্ডের সংখ্যা

২.০ যোগ ও বিয়োগ 

আইডিয়া ২.১: যোগের অনুশীলন
আইডিয়া ২.২: বিয়োগের অঙ্ক করি
আইডিয়া ২.৩: যোগ-বিয়োগের মিতালি-২
আইডিয়া ২.৪: সমস্যা সমাধানের বাক্স
আইডিয়া ২.৫: বিয়োগের ছক
আইডিয়া ২.৬: যোগ বিয়োগের পাজল-২
আইডিয়া ২.৭: সমস্যার কথা বলি

৩.০ গুণ

আইডিয়া ৩.১: কুতকুত খেলা
আইডিয়া ৩.২: নামতার চাকতি
আইডিয়া ৩.৩ : নেপিয়ারের হাড্ডি
আইডিয়া ৩.৪: চাকতির মাধ্যমে বড় গুণ
আইডিয়া ৩.৫: সিক্রেট নম্বর থেকে গুণ
আইডিয়া ৩.৬: হাতে রেখে বড় গুণ
আইডিয়া ৩.৭: গুণ পকেট
আইডিয়া ৩.৮: হাটবাজারের বড় গুণ
আইডিয়া ৩.৯: গল্পে ও ছবিতে কথার অঙ্কের গুণ

৪.০ ভাগ

আইডিয়া ৪.১: ডমিনোর ভাগ
আইডিয়া ৪.২: অনুমান করে ভাগ করি
আইডিয়া ৪.৩: বোতাম দিয়ে ভাগ
আইডিয়া ৪.৪ ভাগযন্ত্র (ভাগ পকেট)
আইডিয়া ৪.৫ ভাগের জাদু
আইডিয়া ৪.৬ : ছবিতে ভাগ করি

৫.০ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা

আইডিয়া ৫.১: অজানা সংখ্যার ম্যাজিক
আইডিয়া ৫.২: চার জনে সমাধান
আইডিয়া ৫.৩: হ-য-ব-র-ল
আইডিয়া ৫.৪: গাণিতিক ভাষার সমস্যা,
অনুচ্ছেদ ৫.৫: BODMAS নিয়মটা কি সঠিক

৬.০ গাণিতিক প্রতীক

আইডিয়া ৬.১: অঙ্কের দেশ
আইডিয়া ৬.২: গাণিতিক বাক্যের চ্যালেঞ্জ
আইডিয়া ৬.৩: অঙ্কের ভাষায় কথা বলা
আইডিয়া ৬.৪: সংখ্যার ধাঁধাঁ

৭.০ লসাগু, গসাগু, গুণিতক, গুণনীয়ক, মৌলিক সংখ্যা

আইডিয়া ৭.১: কাগজের টুকরায় গুণিতক
আইডিয়া ৭.২: টম এন্ড জেরির ধাওয়া
আইডিয়া ৭.৩: হাউকাউ
আইডিয়া ৭.৪: ব্লকে লসাগু
আইডিয়া ৭.৫: উৎপাদকের বৃত্ত
আইডিয়া ৭.৬: লসাগুর সাপ-লুডু
আইডিয়া ৭.৭: গুণনীয়কের মার্বেল, 
আইডিয়া ৭.৮: ব্লকে গুণনীয়ক
আইডিয়া ৭.৯: গুণনীয়ক টেবিল
আইডিয়া ৭.১০: বাস্তব উপকরণে গসাগু
আইডিয়া ৭.১১: সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয়
আইডিয়া ৭.১২: ছবি এঁকে সমাধান করি
আইডিয়া ৭.১৩: ইরাটোস্থেনিসের মৌলিক সংখ্যার ছাঁকনি 
আইডিয়া ৭.১৪: গুণনীয়ক/উৎপাদক 

৮.০ সাধারণ ভগ্নাংশ

আইডিয়া ৮.১: একই লবের ছোট-বড় ভগ্নাংশ
আইডিয়া ৮.২: কার্ড গেইম ১
আইডিয়া ৮.৩: সমতুল ভগ্নাংশ
আইডিয়া ৮.৪: লঘিষ্ঠ আকার
আইডিয়া ৮.৫: ভগ্নাংশের তুলনা
আইডিয়া ৮.৬: কার্ড গেইম ২
আইডিয়া ৮.৭: ভগ্নাংশের যোগ
আইডিয়া ৮.৮: ছক্কায় ভগ্নাংশের যোগ
আইডিয়া ৮.৯: ভগ্নাংশের বিয়োগ
আইডিয়া ৮.১০: কাগজের টুকরার খেলা

৯.০ দশমিক ভগ্নাংশ

আইডিয়া ৯.১: প্যাঁক প্যাঁকের দৌড়াদৌড়ি
আইডিয়া ৯.২: চাকতিতে দশমিক ভগ্নাংশ
আইডিয়া ৯.৩: দশমিকের সংখ্যারেখা (১)
আইডিয়া ৯.৪: দশমাংশের ছোট-বড়
আইডিয়া ৯.৫: দশমিকের স্থানীয় মান (১)
আইডিয়া ৯.৬: দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ (১)
আইডিয়া ৯.৭: দশমিকের লুডো 
আইডিয়া ৯.৮ শতাংশ ও সহস্রাংশের ধারণা
আইডিয়া ৯.৯: দশমিকের স্থানীয় মান (২)
আইডিয়া ৯.১০ দশমিকের সিক্রেট নম্বর
আইডিয়া ৯.১১: দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ (২)

১০.০ পরিমাপ

আইডিয়া ১০.১: আমাদের দৈর্ঘ্য
আইডিয়া ১০.২: দৈর্ঘ্য পরিমাপের সম্পর্ক ও রূপান্তর
আইডিয়া ১০.৩: ওজন বাক্স
আইডিয়া ১০.৪: একদিনের দর্জি
আইডিয়া ১০.৫: আকৃতির পরিসীমা
আইডিয়া ১০.৬: বর্গ ও আয়ত কাগজের তুলনা আইডিয়া ১০.৭: ক্ষেত্রফলের খেলা
আইডিয়া ১০.৮: আকৃতির ক্ষেত্রফল
আইডিয়া ১০.৯: শ্রেণিকক্ষের ক্ষেত্রফল
আইডিয়া ১০.১০: সিরিঞ্জ দিয়ে আয়তন
আইডিয়া ১০.১১: সময় পকেট
আইডিয়া ১০.১২: সময় যোগ বিযোগ

১১.০ উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ

আইডিয়া ১১.১: জন্মমাসের ট্যালি
আইডিয়া ১১.২: প্রিয়ফল
আইডিয়া ১১.৩: কাগজের ক্রিকেট

১২.০ জ্যামিতি (রেখা, কোণ ও ত্রিভূজ)

আইডিয়া ১২.১: রেখার খেলা ২
আইডিয়া ১২.২: দড়ির দিয়ে কোণ 
আইডিয়া ১২.৩: দড়ি দিয়ে আরও কোণ
আইডিয়া ১২.৪: কাগজের ক্রিকেট
আইডিয়া ১২.৫: তিন কাঠিতে ত্রিভূজ
আইডিয়া ১২.৬: ইচ্ছেমত ত্ৰিভূজ বানাই
আইডিয়া ১২.৭: তেরো গিটের ত্রিভূজ
আইডিয়া ১২.৮: কোণের পরিমাপ ১
আইডিয়া ১২.৯: কোণের পরিমাপ ২
আইডিয়া ১২.১০: সরল কম্পাসে ত্রিভূজ


ডাউনলোড করতে নিচের লেখার উপর ক্লিক করুনঃ 

3. Download Class Four Math Olympiad Book

ডাউনলোড ৪র্থ শ্রেণির গণিত অলিম্পিয়াড কনটেন্ট ডেলিভারি বুক


                Class Five                  


ict education service

       সূচীপত্র         

এই বইয়ের ভিতরে যে যে আইডিয়া আছে -

১.০ গুণ

আইডিয়া ১.১: সহজ গুণের যাদুযন্ত্র
আইডিয়া ১.২: ক্ষে
আইডিয়া ১.৩: গুণ পকেট

২.০ ভাগ

আইডিয়া ২.১: ভাগ করি-৩
আইডিয়া ২.২: ভাগে স্থানীয়মান

৩.০ চার প্রক্রিয়া

আইডিয়া ৩.১: বয়স নির্ণয়
আইডিয়া ৩.২: গাণিতিক ভাষার সমস্যা
আইডিয়া ৩.৩: ঐকিক নিয়মের সমস্যা.
অনুচ্ছেদ ৩.৪: BODMAS - নিয়মটা কি সঠিক

৪.০ সমস্যা সমাধান কৌশল

আইডিয়া ৪.১: সপ্তাহের সাত দিনের ম্যাজিক
আইডিয়া ৪.২: জাদুকরের মোমবাতি
আইডিয়া ৪.৩: তিন কার্ডের ম্যাজিক

৫.০ গাণিতিক প্রতীক

আইডিয়া ৫.১: অঙ্কের দেশের অজানা সংখ্যা
আইডিয়া ৫.২: গাণিতিক বাক্যের চ্যালেঞ্জ
আইডিয়া ৫.৩: সংখ্যার ধাঁধাঁ

৬.০ লসাগু গসাগু

আইডিয়া ৬.১: গসাগু টি
আইডিয়া ৬.২: লসাগু টি
আইডিয়া ৬.৩: সমস্যার সমাধান

৭.০ সাধারণ ভগ্নাংশ

আইডিয়া ৭.১: অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের
আইডিয়া ৭.২: অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের রূপান্তর
আইডিয়া ৭.৩: অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের যোগ-বিয়োগ
আইডিয়া ৭.৪: ভগ্নাংশ ও পূর্ণসংখ্যার গুণ
আইডিয়া ৭.৫: ভগ্নাংশ ও পূর্ণসংখ্যার ভাগ
আইডিয়া ৭.৬: ভগ্নাংশে ভগ্নাংশে গুণ
আইডিয়া ৭.৭: বিপরীত ভগ্নাংশ
আইডিয়া ৭.৮: ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ
আইডিয়া ৭.৯: সুবর্ণপুরের বাঁশিওয়ালা
আইডিয়া ৭.১০: সম্পদ ভাগাভাগি (অচিনপুরের বৃদ্ধা ও তার ছাগলের পাল)

৮.০ দশমিক ভগ্নাংশ

আইডিয়া ৮.১: দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ
আইডিয়া ৮.২: দশমিক ভগ্নাংশ ও পূর্ণসংখ্যার ভাগ
আইডিয়া ৮.৩: দশমিকে দশমিকে গুণ
আইডিয়া ৮.৪: দশমিকে দশমিকে ভাগ

৯.০ গড়

আইডিয়া ৯.১: গড় শিখি
আইডিয়া ৯.২: ভিন্নভাবে গড় করি
আইডিয়া ৯.৩: লাইন গুণি গড় করি
আইডিয়া ৯.৪: গড়ে গড়ে গড়

১০.০ শতকরা

আইডিয়া ১০.১: ১০০ গ্রিডে শতকরা
আইডিয়া ১০.২: খেলতে খেলতে শতকরায় রূপান্তর
আইডিয়া ১০.৩: স্লিপে শতকরা
আইডিয়া ১০.৪: কেনাবেচায় লাভ ও ক্ষতি
আইডিয়া ১০.৫: পিথাগোরাসের পটকা
আইডিয়া ১০.৬: সরল মুনাফায় রাজভান্ডার

১১.০ জ্যামিতি

আইডিয়া ১১.১: চতুৰ্ভূজ চিনি
আইডিয়া ১১.২: চতুর্ভূজ চিনি-২
আইডিয়া ১১.৩: ফ্লেক্সিবল চতুর্ভূজ
আইডিয়া ১১.৪: তেরো গিটের চতুর্ভূজ
আইডিয়া ১১.৫: চারকাঠির খেলা
আইডিয়া ১১.৬: বাস্তবে নানা আকারের চতুর্ভূজ তৈরি
আইডিয়া ১১.৭: বৃত্ত পরিচিতি
আইডিয়া ১১.৮: বৃত্তের ব্যাসার্ধ মাপা
আইডিয়া ১১.৯: বৃত্ত দিয়ে বর্গ

১২.০ পরিমাপ

আইডিয়া ১২.১: পরিমাপের হাড্ডি
আইডিয়া ১২.২: দূরত্বের পাজল
আইডিয়া ১২.৩: ওজনের এককের সম্পর্ক ও রূপান্তর
আইডিয়া ১২.৪: ওজনের যোগ বিয়োগ
আইডিয়া ১২.৫: আয়তনের একক রূপান্তর
আইডিয়া ১২.৬: বহুভুজ আকৃতির ক্ষেত্রফল 
আইডিয়া ১২.৭: সামান্তরিক ও ত্রিভুজের ক্ষেত্রফল
আইডিয়া ১২.৮ : বাংলা বছরের মাস এবং দিনসংখ্যা বিষয়ক শিক্ষণ
আইডিয়া ১২.৯: ইংরেজি বছরের মাস এবং দিনসংখ্যা বিষয়ক শিক্ষণ
আইডিয়া ১২.১০: অধিবর্ষ
আইডিয়া ১২.১১ : সময় রূপান্তর
আইডিয়া ১২.১২: ২৪ ঘন্টার ঘড়ি

১৩.০ উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ

অনুচ্ছেদ ১৩.১: উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ
আইডিয়া ১৩.২: কাগজের ক্রিকেট (২)
আইডিয়া ১৩.৩: উচ্চতার আয়তলেখ

১৪.০ কম্পিউটার ও ক্যালকুলেটর

আইডিয়া ১৪.১: অদ্ভুত গাছের গল্প
আইডিয়া ১৪.২: দশে মিলে করি কাজ
আইডিয়া ১৪.৩: কম্পিউটার মেলা
আইডিয়া ১৪.৪: যাদুর বাক্স (২)
আইডিয়া ১৪.৫: মার্বেলের প্যাকেজ
আইডিয়া ১৪.৬: মজার খেলা

Download all Math Olympiad Content Delivery Book 

ডাউনলোড করতে নিচের লেখার উপর ক্লিক করুনঃ

4. Download Class Five Math Olympiad Book


আরও পড়ুনঃ

১. গণিত অলিম্পিয়াড মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ম্যানুয়াল । 

২. গণিত অলিম্পিয়াডের ইতিহাস ও শিক্ষাক্ষেত্রে এর কৌশল প্রয়োগ । 



উপরের লিংক থেকে কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে নিচে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল ক্লাস একসাথে দিয়ে দিচ্ছি। এখান থেকে ডাউনলোড করে নিবেন। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। 

১। প্রথম শ্রেণি।

২। দ্বিতীয় শ্রেণি।

৩। তৃতীয় শ্রেণি।

৪। চতুর্থ শ্রেণি।

৫। পঞ্চম শ্রেণি।




No comments

If you have any question, Please let me know.

Powered by Blogger.